আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ৪১ বছরের মধ্যে এই প্রথম কেউ সোনার পদক ধরে রাখতে পেরেছেন। ছেলেদের পমেল হর্স ইভেন্টে গতবারের চ্যাম্পিয়ন ব্রিটেনের ম্যাচ হুইটলক এবারও জিতেছেন সোনা। চাইনিজ তাইপের কাই চি লি জিতেছেন রূপা ও জাপানের কাজিমা কায়া জিতেছেন ব্রোঞ্জ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন