সেইলিংয়ের মিক্সড নাসরা ১৭ ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে ইতালির রুগেরো তিতা ও ক্যাতেরিনা বান্তি। ৩৫ নেট স্কোর করে এ পদক জিতে নিয়েছেন এ জুটি। ৪৫ নেট স্কোর করে রৌপ্য পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের জন গিমসন ও আনা বারনেত। জার্মানির পল কোহলহোফ ও আলিসা স্তালেমার জিতেছে ব্রোঞ্জ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন