শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কুস্তিতে কিউবার কীর্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

অলিম্পিকসের রেসলিংয়ে আবারও সোনার স্বাদ পেলেন মিহান লোপেস নুনেস। টোকিওর সাফল্যে দারুণ এক কীর্তি গড়লেন কিউবার এই রেসলার। অলিম্পিকসের আঙিনায় টানা চতুর্থ সোনা জয়ী প্রথম পুরুষ কুস্তিগীরের মুকুট এখন তার। গতপরশু মাকুহারি মেসে হলে রেসলিংয়ের (গ্রেকো-রোমান) ১৩০ কেজি ওজন শ্রেণির শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জর্জিয়ার কাইয়া ইয়াকোবিকে ৫-০ ব্যবধানে হারান নুনেস। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকস থেকে টানা চার অলিম্পিকে বাজিমাত করলেন ৩৮ বছর বয়সী এই কিউবান। টোকিওর আসরে এ পর্যন্ত দুটি সোনা জিতেছে কিউবা। দুটিই এসেছে রেসলিং থেকে। অন্য সোনার পদকটি ৬০ কেজি ওজন শ্রেণিতে জিতেন আলবের্তো লুইস সানচেস ওরতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন