টোকিও অলিম্পিকসে সাইক্লিংয়ে মেয়েদের দলীয় পারস্যুট পদকের লড়াইয়ের মাঝে রেকর্ড ভাঙা-গড়াও চলল সমানতালে। হিটে এক পর্যায়ে ৬ মিনিটেই হলো দুটি বিশ্ব রেকর্ড। ফাইনালে বিস্ময় জাগানো পারফরম্যান্সে বিশ্ব রেকর্ডকে নতুনভাবে লিখে গ্রেট ব্রিটেনের মুকুট কেড়ে নিল জার্মানি।
এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ার খেলা শুরু হয়েছিল আগের দিন, বাছাইয়ে রেকর্ডটি গড়েছিল জার্মানির চার সাইক্লিস্ট। গতকাল হিটে তা ভেঙে দেয় ব্রিটেন। তবে ছয় মিনিট পরই আবারও তা পুনরুদ্ধার করে জার্মান মেয়েরা। এরপর ফাইনালে তো গতির ঝড় তোলে চার জার্মান। ৪ মিনিট ৪ দশমিক ২৪২ সেকেন্ডের নতুন বিশ্বরেকর্ড গড়ে সেরা হয় জার্মানি। আগের দুই আসরের সোনা জয়ী ব্রিটেন এবার তেমন সুবিধা করতে পারেনি; ৪ মিনিট ১০ দশমিক ৬০৭ সেকেন্ডে জেতে রুপা। আর ব্রোঞ্জ পেয়েছে যুক্তরাষ্ট্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন