ছেলেদের মত মেয়েদের ৪০০ মিটার হার্ডলসেও হলো রেকর্ড ভাঙা-গড়ার খেলা। নিজের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে টোকিও অলিম্পিকসে সোনা জয়ের উচ্ছ¡াসে মাতলেন সিডনি ম্যাকলাফলিন। গতকাল টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে ৫১ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ম্যাকলাফলিন। একটা সময় পর্যন্ত পিছিয়ে থাকলেও অসাধারণ এক দৌড়ে করেছেন বাজিমাত। গত জুনেই অলিম্পিক ট্রায়ালে ৫১ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের এই হার্ডলার ভেঙেছিলেন স্বদেশি দালিলাহ মুহামাদের বিশ্ব রেকর্ড। ২০১৬ অলিম্পিক ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন দালিলাহ এবার ৫১ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। ৫২ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ইউরোপিয়ান রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল।
তাইতো উচ্ছ¡সিত ম্যাকলাফলিন, ‘আমি খুবই উচ্ছ¡সিত। কি অসাধারণ এক দৌড়। অসাধারণ এই লড়াইয়ে উদযাপন করতে পেরে ও দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি দেখছিলাম দালিলাহ আমার চেয়ে একটুখানি এগিয়ে। আমি কেবল ভাবছিলাম, “নিজের দৌড়টা দাও”।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন