১৯৮৮ সালে সিউল অলিম্পিকসে সেইলিংয়ে বাবা জিতেছিলেন সোনা। একই পথ ধরে টোকিও অলিম্পিকসে সেইলিংয়ে সোনার পদকের হাসি হাসলেন মেয়ে এলি মেকিনটায়ার। সেইলিংয়ে মেয়েদের দুই জনের ডিঙ্গি-৪৭০ ইভেন্টে সেরা হয়েছে গ্রেট ব্রিটেন। এই অভিযানে এলি মেকিনটায়ারের সতীর্থ ছিলেন হানা মিলস। এই ইভেন্টে পোল্যান্ড পেয়েছে রুপার পদকের স্বাদ। ব্রোঞ্জ পদক গেছে ফ্রান্সের দখলে।
সিউল অলিম্পিকে স্টার ক্লাস ইভেন্টে সোনা জিতেছিলেন এলি মেকিনটায়ারের বাবা মিচেল মেকিনটায়ার। ৩৩ বছর পর বাবার সাফল্যের স্মৃতি ফিরিয়ে আনলেন মেয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন