ডোপ টেস্ট হয়েছিল গত ৩১ জুলাই। তার রিপোর্ট এসেছে গতপরশু। আর তাতে পজিটিভ হয়েছেন জর্জিয়ান শট পুটার বেনিক আব্রামিয়ান। টোকিও অলিম্পিকসের এবারের আসরে প্রথম পুরুষ ডোপপাপী আব্রামিয়ান। সব মিলিয়ে দ্বিতীয় অ্যাথলেট। এর আগে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন নাইজেরিয়ার মহিলা স্প্রিন্টার বেøসিং ওকাগবারে। আব্রামিয়ানের নুমনায় নিষিদ্ধ স্টেরয়েড পেয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। ৩৬ বছর বয়সী এই অ্যাথলেটকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফলে সেদিনের প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি।
২০১৬ সালের রিও ডি জেনিইরো অলিম্পিকে অংশ নেওয়া আব্রামিয়ানের টোকিওতে পরীক্ষা করা হয়েছিল গত শনিবার। আইটিএ জানিয়েছে, দ্বিতীয় দফার (বি-স্যাম্পল) পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন জার্জিয়ান অ্যাথলেট। আইটিএ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘অ্যাথলেটকে এ বিষয়ে জানানো হয়েছে এবং বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।’ হিট পেরিয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ওঠা ওকাগবারে শেষ পর্যন্ত ডোপ টেস্টে ধরা পড়েছিলেন। নিষিদ্ধ হরমোন নেওয়ার কারণে টোকিওর আসর শেষ হয়ে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে লং জাম্পে রুপা জয়ী এই অ্যাথলেটের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন