অলিম্পিকস ম্যারাথনে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন এলিউড কিপচোগে। রিও ডি জেনিরোর পর টোকিওতেও সেরা হয়েছেন কেনিয়ার এই দূরপাল্লার দৌড়বিদ। গতকাল সাপ্পোরোতে ২ ঘণ্টা ৮ দশমিক ৩৮ মিনিট সময় নিয়ে ম্যারাথনে সেরা হন কিপচোগে। ২ ঘণ্টা ৮ দশমিক ৪৪ মিনিট সময় নিয়ে রিওতে সেরা হয়েছিলেন তিনি। আর তাতে ৩৬ বছর বয়সী কিপচোগে অলিম্পিক-ম্যারাথনে টানা দুই সোনা জয়ের সংক্ষিপ্ত এক তালিকায় ঢুকে গেলেন। এর আগে ১৯৬০ সালে রোম আর ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে ম্যারাথনে সোনা জিতেছিলেন ইথিওপিয়ার আবেদে বিকিলা। এরপর প‚র্ব জার্মানির ভালদামার সিয়েরপিনস্কি ১৯৭৬ সালে মন্ট্রিয়েল আর ১৯৮০ সালে মস্কো গেমসে সোনা জিতেছিলেন। ইতিহাসে এবার নাম তুললেন কিপচোগে। টোকিওর আসরে এই ইভেন্টে মৌসুম সেরা টাইমিং করলেও নেদারল্যান্ডসের আবডি নাগি (২ ঘণ্টা ৯ দশমিক ৫৮ মিনিট) পেয়েছেন রুপা। মৌসুম সেরা টাইমিং করা বেলজিয়ামের বাশির আব্দি (২ ঘণ্টা ১০ মিনিট) পেয়েছেন ব্রোঞ্জ। রিওর চেয়ে কম সময়ে দৌড় শেষ করলেও চিপকোগে ভাঙতে পারেননি বিশ্ব রেকর্ড। ২০১৮ সালে বার্লিনে ২ ঘণ্টা ১ দশমিক ৩৯ মিনিট সময় নিয়ে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন ৩৬ বছর বয়সী এই দৌড়বিদই। সব মিলিয়ে ম্যারাথনের বিশ্বরেকর্ডধারী এ নিয়ে অলিম্পিক পদক জিতলেন চারটি। তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৫০০০ মিটারে রুপা জিতেছিলেন। ২০০৮ সালে এথেন্সে এ ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন