অভিনেত্রী মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে এখন সেখানেই বসবাস করছেন। সেখানের সিনেমায়ও অভিনয় করছেন। কলকাতার রাজনীতিক মদন মিত্রের জীবনী নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন রাজর্ষি দে। এ সিনেমায় মিথিলার অভিনয় করার কথা শোনা যাচ্ছে। সিনেমাটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন তিনি। কলকাতার বিভিন্ন পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে। সিনেমাটিতে মদন চরিত্রে অভিনয় করবেন শ্বাশত চ্যাটার্জী। এদিকে মিথিলা অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এখানে তিনি অভিনয় করেছেন নিরব, মিশা সওদাগর ও নওশাবাদের সঙ্গে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন