মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীঘির নতুন সিনেমা শ্রাবণ জ্যোৎস্নায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘি নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন্ সরকারী অনুদানে নির্মিতব্য আব্দুস সমাদ খোকনে শ্রাবন জ্যোৎস্নায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি নির্মিত হচ্ছে, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্প ‘শ্রাবন জ্যোৎস্নায়’ নিয়ে। দীঘি বলেন, ‘শ্রদ্ধেয় আব্দুস সামাদ খোকন আঙ্কেল’র নির্দেশনায় আমি প্রথমবারের মতো তার সিনেমায় কাজ করছি। আমার চরিত্রের নাম মৌ। আমার কাছে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। তাছাড়া এর গল্প শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলনের। এখন নিজেকে মৌ চরিত্রের জন্য প্রস্তুত করছি। জানিনা চরিত্রটি কতটা ফুটিয়ে তুলতে পারবো। তবে আমার আন্তরিক চেষ্টা থাকবে চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার। পরিচালকসহ পুরো ইউনিট যদি আমাকে সহযোগিতা করে, আমার বিশ্বাস কাজটি ভালোভাবে শেষ করতে পারবো।’ এদিকে সিনেমাটির জন্য শিল্পী অণিমা রায় বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন। গানগুলো দীঘির লিপে থাকবে। ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার সংলাপ রচনা করেছেন আব্দুস সামাদ খোকন ও ইমদাদুল হক মিলন, চিত্রনাট্য করেছেন আব্দুস সামাদ খোকন। এদিকে গত আগস্টে দীঘি অভিনীত ‘টুঙ্গী পাড়ার মিয়া ভাই’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এছাড়া দীঘি অভিনয় করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিকে। শ্যাম বানেগালের পরিচালনায় এই বায়োপিক-এ তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। দীঘি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নাই’। এছাড়াও প্রচারের অপেক্ষায় আছে দীঘি অভিনীত ‘চিঠি’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন