শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

ফের অগ্ন্যুৎপাত
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে অগ্ন্যুৎপাতের কারণে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় উপরের দুই কিলোমিটার পর্যন্ত। অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতেও সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার উপরে অবস্থিত। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। রয়টার্স।


পিটিয়ে হত্যা
ইনকিলাব ডেস্ক : ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করেন। এসময় তাকে আটকে ঘটনাস্থলে উপস্থিত জনতা বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে মারা যান ওই ব্যক্তি। এনডিটিভি।
রকেট হামলা


ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় মধ্যরাতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন এলাকাটিতে দুটি রকেট আছড়ে পড়ে। ইরাকি নিরাপত্তা বাহিনীর পাঠানো বিবৃতির বরাতে করা প্রতিবেদনে জানায়, বাগদাদের গ্রিন জোনে মধ্যরাতে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে প্রথম রকেটটিকে সি-র‌্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। যদিও দ্বিতীয় রকেটটি ভেতরেই আঘাত হানে। এতে দুটি গাড়ি মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়। এএফপি।


মালিতে শান্তিরক্ষী
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ মালির অনুরোধে জাতিসংঘের আরও ১ হাজার শান্তিরক্ষী মোতায়েন করতে যাচ্ছে শাদ। সাবেক ফরাসি উপনিবেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াইরত সেনাদের শক্তিশালী করতে মালিতে অতিরিক্ত শান্তিরক্ষী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে চাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মালি সরকারের অনুরোধে দ্বিপাক্ষিক কাঠামোর অংশ হিসেবে উত্তর মালিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। মালিতে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে শান্তিরক্ষী বাহিনী। এএফপি।


রাইয়ে নিহত ৭৫
ইনকিলাব ডেস্ক : সুপার টাইফুন রাইয়ের তাণ্ডবে ফিলিপিন্সের শুধু বোহোল প্রদেশেই অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। সরকারিভাবে ফিলিপিন্সে টাইফুন রাইয়ে মৃতের সংখ্যা এখনও ৩১ জনই আছে। দেশটির দুর্যোগ সংস্থা জানায়, তাদের অপারেশন্স ইউনিট প্রাদেশিক ইউনিটের দাপ্তরিক প্রতিবেদনের অপেক্ষায় আছে। বৃহস্পতিবার ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে সাগর থেকে দ্বীপপুঞ্জটির স্থলভাগে উঠে আসে রাই। এর তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়, বিদ্যুৎ ও যোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। রয়টার্স।


গুয়াতেমালায় নিহত ১২
ইনকিলাব ডেস্ক : মধ্য আমেরিকার জনবহুল রাষ্ট্র গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিন শিশু, এক নারী ও এক পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, গুয়াতেমালার রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন ১২ জন। তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও মারা যান এবং আহত হন দুইজন। গুয়াতেমালার জাতীয় পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সহিংসতা এড়াতে দুই পক্ষের প্রধানদের সঙ্গে কথা বলছেন তারা। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন