শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিয়ের এক মাস না যেতেই শুটিংয়ে ফিরলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০০ পিএম

ভিকি-ক্যাটরিনার বিয়ের এক মাসও হয়নি, আর এখনই কাজে ফিরলেন ক্যাটরিনা কাইফ। তার আগেই শুটিংয়ে ফিরেছেন ভিকি। এবার সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পর এই জুটি নিজেদের কাজে ফিরেছেন। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইন্সটাগ্রামের বেশ কয়েকটি ফ্যান পেইজে এই বলিউড অভিনেত্রীর কাজে ফেরার ছবি এসেছে। একটি সিনেমার সেটে তাকে দেখা গেছে নির্মাতা শ্রীরাম রাঘবনের সাথে কথা বলতে।

নির্মাতা রাঘবনের সিনেমার সেটে কথোপকথনে যখন ব্যস্ত ক্যাটরিনা, ঠিক তখনই ফটোগ্রাফার কিছু ক্যানডিড ছবি তোলেন নায়িকার। ছবিতে তাকে হালকা আকাশি রঙের পোশাকে দুর্দান্ত লাগছিলো। জানা গেছে, ক্যাটরিনা রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ও সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায় ৩’ সহ আরও কয়েকটি ছবির বাকি কাজ সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করবেন কিছুদিন।

ক্যাটরিনাকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে ‘সুর্যবংশী’ সিনেমায়। মুক্তি পাওয়ার পর এক সপ্তাহের মধ্যে ১০০ কোটি রুপির ঘর পেরিয়ে যায় সিনেমাটি।

উল্লেখ্য, ভিকি-ক্যাটরিনা ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বিয়ের কাজ সম্পূর্ণ করেন। বিয়ের পরই নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে যান। তারা শিগগিরই বিয়ে উপলক্ষে পরিচিতজনদের নিয়ে একটি পার্টি দেবেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন