মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, এনজিও প্রতিষ্ঠান ঊষা ফাউন্ডেশন এর সহযোগীতায় সিএমএসএমই খাতে ক্লাস্টার ভিত্তিক অর্থায়নের আওতায় জামদানী ক্লাস্টার, নারায়ণগঞ্জ এর গ্রাহকদের মাঝে সরাসরি ঋণ বিতরন করেছে।
ব্যাংকটি গত সোমবার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার তারাবো-তে অবস্থিত ঊষা ফাউন্ডেশন এর কনফারেন্স হলে ৪০ জন ঋণ গ্রহীতারে মাঝে ১ কোটি টাকা ঋণ সরাসরি বিতরন করে।
উক্ত ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক ‘ঊষা ফাউন্ডেশন’ এর সহযোগীতায় ক্লাষ্টার ভিত্তিক অর্থায়নের আওতায় সরাসরি উদ্যোক্তা পর্যায়ে এই ঋণ বিতরন করে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঋণ গ্রহীতাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শরাফত উল্লাহ খান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঊষা ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তাজুল ইসলাম, মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মো. জাভেদ তারেক খান, এসএমই ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মো. আহসান জামিল হোসেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এর পক্ষ থেকে মোট ৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ অনুমোদনের বিপরীতে ১ কোটি টাকা ৪০ জন ঋণ গ্রহীতার মাঝে সরাসরি বিতরণ করা হয়।
মন্তব্য করুন