শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক সপ্তাহে সাড়ে ৩ হাজার কোটি টাকা আয় করলো ‘থর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১১:৩৮ এএম

মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’। ৮ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন কিস্তি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। সিনেমাটি প্রথম দিনে ভারতে আয় করে ২৪ কোটি রুপি। এছাড়া এরইমধ্যে বক্স অফিসে সিনেমাটি মুক্তির এক সপ্তাহে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় ঘরে তুলে নিয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি।

জানা গেছে, এ সিনেমার বাজেট ছিলো ২৫০ মিলিয়ন ডলার। বক্স অফিসে সে বাজেট ছাড়িয়ে ৪০০ মিলিয়ন অতিক্রম করেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। সিনেমাটির এমন সাফল্যে আনন্দিত প্রযোজক-নির্মাতা থেকে ভক্তরাও।

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ থর চরিত্রে দেখা যায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। ‘গর’ রূপে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে। এটি পরিচালনা করেন তাইকা ওয়াইতিতি।

এদিকে আগেই জানানো হয়েছে হলে মুক্তির ৪৫ দিন পর ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাটি ডিজনি+ এ প্রকাশ পাবে।

উল্লেখ্য, ‘থর’র প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপরে দুইবছর পর মুক্তি পায় তার সিকুয়েল ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’। পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় ‘থর: রাগনারক’। তার পাঁচ বছর পর এলো ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন