শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না -ভিডিও পোস্টে উইল স্মিথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৮:৪৩ এএম

চলতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেই বিতর্কিত মুহূর্তের কথা কে ভুলতে পেরেছে। অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারেন হলিউড তারকা উইল স্মিথ। কৌতুক অভিনেতা ক্রিস রক মঞ্চে সঞ্চালনা করেন। সঞ্চালনা করাকালীনই উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেন তিনি। আর স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ। সটান মঞ্চে উঠে সঞ্চালকের গালে চড় কষিয়ে দেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এই কাণ্ডের মিনিট খানেক পরই সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠেন উইল। আর সেখানেই তাঁর গোটা কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চেয়ে নেন। পরবর্তীকালে ক্রিস রকের কাছে ক্ষমা চান। আর একবার ফের তিনি ক্ষমা চাইলেন ক্রিসের কাছে। সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিনেতা।
সদ্যই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন হলিউড তারকা উইল স্মিথ। চলতি বছর অস্কারের মঞ্চে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে তাঁকে ওই ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ক্রিস রকের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রশ্ন বেছে নিচ্ছেন উইল স্মিথ। প্রশ্নটি ছিল, 'কেন আপনি সেদিন পুরস্কার নেওয়ার সময় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে নিলেন না?' প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'আমি সেই সময় আচ্ছন্ন ছিলাম। পরিস্থিতি এমনই ছিল যে তার মধ্যে আমি স্বাভাবিক ছিলাম না। এরপর আমি ক্রিসের কাছে যাই কিন্তু ও তখন কথা বলতে তৈরি ছিল না। আর তারপর ও বেরিয়ে যায়। তাই আজ আমি ফের বলতে চাই, ক্রিস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। আমি এখানেই আছি। যখন তুমি কথা বলতে তৈরি থাকবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।'
প্রসঙ্গত, উইল স্মিথ - ক্রিস রকের চড় কাণ্ডের পর ক্রিসের মা রোসালি রক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, উইল স্মিথের ওই চড় তাঁদের গোটা পরিবারে প্রভাব ফেলেছে। অভিনেতার উচিত তাঁর এবং ক্রিস রকের গোটা পরিবারের কাছে ক্ষম চাওয়া। চড় কাণ্ডে প্রসঙ্গে ওঠে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কের ভূমিকা নিয়েও। যদিও এই প্রসঙ্গে উইল স্মিথ খোলাখুলিভাবে জানিয়ে দেন যে, সেই ঘটনার সঙ্গে তাঁর স্ত্রীর কোনও ভূমিকা নেই। তিনি বলেন, 'না। আমি আমার নিজের সিদ্ধান্ততেই ওই কাজ করেছি। এটা একেবারেই আমার আর ক্রিসের ব্যাপার। জেডা কোনওভাবেই এর সঙ্গে জড়িত নয়। দুঃখিত জেডা, আমি দুঃখিত আমার সন্তানদের আর আমার পরিবারের কাছে। তোমাদের সবাইকে আমি এই পরিস্থিতিতে ফেলেছি বলে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন