শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবার মা হতে চলেছেন বিপাশা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১০:৪১ এএম

আলিয়া ভাটের পর এবার মা হতে চলেছেন বলিউডের আরেক অভিনেত্রী বিপাশা বসু। এমন খবরই শোনা যাচ্ছে বলিপাড়ায়। যদিও এর আগেও বহুবার অভিনেত্রীর মা হওয়াকে কেন্দ্র করে বলিউডে ছড়িয়েছে গুজব। তবে এবারও কী সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, নাকি সত্যি সত্যিই বাবা-মা হতে চলেছেন বিপাশা-করণ, সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিপাশা বা তার স্বামী করণ সিং গ্রোভার এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

বলিউড সূত্রের বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, খুব শিগগিরই নাকি বিপাশা ও করণ সবার সঙ্গে শেয়ার করবেন এই সুখবর।

চলতি বছরের মার্চে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে পরিবারের সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছিল বিপাশাকে। নীল রঙের একটি শার্ট জাতীয় পোশাক পরেছিলেন তিনি। যা বেশ ঢিলেঢালা ছিল। তার পাশে চলে আসেন করণ সিং গ্রোভার। তারা দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। তারপর রেস্তরার ভেতরে চলে যান। তাদের ওই সময়ের ভিডিও দেখেই অনেকে দাবি করেন, বলিউডের বাঙালি তারকা গর্ভবতী।

২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি 'অ্যালন'-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। এরপর ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বঙ্গ তনয়া বিপাশা।

এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, 'আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।'

অন্যদিকে, ইনস্টাগ্রামে করণ সিং গ্রেভারও বিয়ের ভিডিয়ো পোস্ট করে বিপাশার উদ্দেশ্যে লেখেন, 'আমার হওয়ার জন্য এবং আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান, সুখী এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি করার জন্য তোমকে ধন্যবাদ!' করণ আরও লেখেন, 'আমি প্রতি রাতে ঘুমতে যাই এই ভেবে যে আমি সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারব না। তারপর সকালে ঘুম থেকে উঠে অনুভব করি, গত রাতে আমি কতটা নির্বোধের মতো একথা ভেবেছিলাম। আমি অবশ্যই তোমাকে এখনও অনেক বেশি ভালবাসি! এটা একটা দুষ্ট চক্র! শুভ ষষ্ঠী বিবাহবার্ষিকী আমার ভালবাসা!'

সর্বশেষ করণ সিং গ্রেভারকে ওয়েব সিরিজ 'কবুল হ্যায় ২.০'-তে দেখা গিয়েছিল। আর বিপাশা অভিনয় করেন ক্রাইম থ্রিলার 'ডেঞ্জারাস'।

উল্লেখ্য, বি-টাউনে 'আগমনী' হাওয়া বইছে। খুব শীঘ্রই মা হবেন সোনম কাপুর, আলিয়া ভাট। আর এর মাঝেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিলল। তবে ঠিক কবে বিপাশা এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন এখন সেটাই দেখার। সূত্র: জি নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন