রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চিত্রশিল্পী হিসেবে পুরস্কৃত হলেন বিপাশা

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অভিনেত্রী-নির্মাতা-নাট্যকার বিপাশা হায়াত একজন চিত্রশিল্পীও বটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে তিনি শিক্ষা লাভ করেছেন। নিয়মিত ছবিও আঁকেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি ছবির প্রদর্শনী হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণও করছেন। এবার শুরু হওয়া ১৭তম দ্বিবার্ষিক এশীয় চরুকলা প্রদর্শনীতে তিনি পুরস্কৃত হলেন। ১ ডিসেম্বর উৎসবের উদ্বোধন শেষে বিপাশাসহ মোট ৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একমাত্র নারী শিল্পী তিনি। পুরস্কারপ্রাপ্ত দেশের মধ্যে ৮টি পেয়েছে বাংলাদেশ। অপরটি চিলির। বিপাশা বলেন, ভালো লাগছে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন নারীও আছেন। আর সেটা আমি। উৎসবে বিচারকদের মধ্যে বাংলাদেশ থেকে রফিকুন্নবী স্যার ছাড়া সবাই বিদেশি। তাদের চোখেও আমার কাজটি পছন্দ হয়েছে, এটাও ভালো লাগার বিষয়। মাসব্যাপী এ প্রদর্শনীর পাশাপাশি রয়েছে সেমিনার, পারফরমেন্স আর্টস প্রদর্শনী, আন্তর্জাতিক আর্ট ক্যা¤প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আনোয়ার হোসাইন ২১ জুলাই, ২০১৮, ১:২০ পিএম says : 0
মানুষের উপকারের জন্য সরকার অনেক পদক্ষেপ নেয়. আবার ঐ পদক্ষেপ কার্যকর খরার জন্য সরকার প্রায়বেট কোম্পানি গুলিকে নিয়োগ দেয়. নিয়োগ দেয়ার সময় মানুষের জেন কতি না হয় ঐ দরনের নিথিমালা তৈরী খরেদেয়. আসলেই কি ওরা নিথিমালা অনুসরণ খরে চলে /না চলেনা যেমন কর্ণফুলী উপজেলা. কর্ণফুলী থানা ডাংগারচর গ্রামে নির্মিত পাওয়ার প্লান্ট যেমন সব্দ ধোসন. তেমন ভুমিকম্পন. পানি নিষ্কাসন বেবস্তা নস্ট. অতিরিক্ত কালো ধূয়া. কিন্তুু রিপোর্ট তৈরী করতে ভয়পান কেন এটাকি আপনাদের বের্ততা নয়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন