বিনোদন ডেস্ক: অভিনেত্রী-নির্মাতা-নাট্যকার বিপাশা হায়াত একজন চিত্রশিল্পীও বটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে তিনি শিক্ষা লাভ করেছেন। নিয়মিত ছবিও আঁকেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি ছবির প্রদর্শনী হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণও করছেন। এবার শুরু হওয়া ১৭তম দ্বিবার্ষিক এশীয় চরুকলা প্রদর্শনীতে তিনি পুরস্কৃত হলেন। ১ ডিসেম্বর উৎসবের উদ্বোধন শেষে বিপাশাসহ মোট ৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একমাত্র নারী শিল্পী তিনি। পুরস্কারপ্রাপ্ত দেশের মধ্যে ৮টি পেয়েছে বাংলাদেশ। অপরটি চিলির। বিপাশা বলেন, ভালো লাগছে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন নারীও আছেন। আর সেটা আমি। উৎসবে বিচারকদের মধ্যে বাংলাদেশ থেকে রফিকুন্নবী স্যার ছাড়া সবাই বিদেশি। তাদের চোখেও আমার কাজটি পছন্দ হয়েছে, এটাও ভালো লাগার বিষয়। মাসব্যাপী এ প্রদর্শনীর পাশাপাশি রয়েছে সেমিনার, পারফরমেন্স আর্টস প্রদর্শনী, আন্তর্জাতিক আর্ট ক্যা¤প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন