মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের নিদর্শন হিসেবে হলিউডের অ্যাকশন তারকা স্টিভেন সিগালকে রুশ নাগরিকত্ব ও পাসপোর্ট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
৬৪ বছর বয়সী তারকাটি ক্রেমলিনে পুতিনের সামনে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার পাসপোর্টে স্বাক্ষর করেন।
এ সময় পুতিন বলেন, “আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আর ছোট হলেও আমরা এই পদক্ষেপের মাধ্যমে আশা করছি আমাদের দুই দেশের সম্পর্ক ক্রমে আরও স্বাভাবিক হবে।”
সিগাল বলেন, “সব ভালো। আমরা পরে কথা বলব। এই মুহূর্তে এখানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি।”
এর আগের কিছু প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট পুতিন মার্শাল আর্টসসমৃদ্ধ সিগালের চলচ্চিত্রের একজন একনিষ্ঠ ভক্ত। এই নভেম্বরের প্রথম দিকে তিনি অভিনেতার রুশ নাগরিকত্ব দানে সম্মতি দিয়েছেন।
প্রায় এক দশক ধরে সিগাল নিয়মিত রাশিয়া যান। তার অভিনীত ‘আন্ডার সিজ’ চলচ্চিত্র দুটি এবং ‘¯ইপার : স্পেশাল অপস’ দেশটিতে খুব জনপ্রিয়তা পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন