স্টাফ রিপোর্টার : গবেষণা ও প্রবন্ধসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পেলেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। শুরুতে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শামীমা চৌধুরী। পুরস্কৃত লেখককে উত্তরীয় পরিয়ে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সনদ তুলে দেন কবি আসাদ চৌধুরী। সম্মাননা ক্রেস্ট অর্পণ করেন প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন