শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার সংসার ভাঙলো সারিকার

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী সালমার সংসার ভাঙার রেশ কাটতে না কাটতেই টিভি অভিনেত্রী-মডেল সারিকারও সংসার ভাঙল। গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারিকার সংসার ভাঙার খবর চাউর হয়েছিল। বিষয়টি শুরুতে গুজব মনে হলেও, শেষপর্যন্ত তা সত্যে পরিণত হয়েছে। তার সংসার ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মাহিম কবির। মাহিম বলেন, সবাই জেনে গেছেন সারিকার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেছে। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে কেন বিচ্ছেদ হলো এটা নিয়ে আমি কিছুই বলব না। এখনো এটা জানানোর সময় আসেনি। তবে সারিকারই এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোবিজের জনপ্রিয় একজন অভিনেতার সঙ্গে শেয়ারে সারিকার ব্যবসা রয়েছে। সেই ব্যবসার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। আর এই বিষয়টি নিয়ে সারিকার সঙ্গে তার স্বামী মাহিমের সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। প্রতিনিয়ত ঝগড়া লাগতো। মাহিম চাইতেন সারিকা ব্যবসা তো দূরের কথা, অভিনয়ও যেন না করেন। মাহিম চেয়েছিলেন, সারিকা শুধুই স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত থাকুক। তবে সারিকা আগের মতো আবারো বিজ্ঞাপন-অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ধারণা করা যাচ্ছে, স্বামী মাহিমের নির্দেশ অমান্য করে সারিকার হঠাৎ শোবিজে ব্যস্ত হয়ে পড়াই বিয়ে বিচ্ছেদের কারণ। গত কয়েক মাস ধরেই তিনি স্বামী মাহিম করিমের সঙ্গে ছিলেন না। একমাত্র মেয়েকে নিয়ে সারিকা মায়ের সঙ্গে ধানমন্ডির বাসায় গিয়ে উঠেন। পরবর্তীতে সারিকা নিজেই মাস খানেক আগে মাহিমকে ডিভোর্স পাঠিয়েছেন। তারপর থেকে ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড পরিবর্তন করেছেন সারিকা এবং তার স্বামী মাহিমের নামও সরিয়ে ফেলেছেন। উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Asraf Rasel ৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৮ এএম says : 0
ইনকিলাবের মত পত্রিকায় আজে বাজে নেগেটিভ খবর আশা করিনা।সমাজে এগুলার খারাপ প্রতিক্রিয়া হয়।
Total Reply(0)
Mainuddin Rashed ৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৫০ এএম says : 0
একটা কথা আছে না- মিড়িয়ার মেয়েদেরকে দূর থেকে ভালোলাগা +ভালোবাসা যায়, কিন্তু ........................
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন