বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুঁজিবাজারে বড় দরপতন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশের উভয় পুঁজিবাজারে বড় দরপতনের মধ্যদিয়েই শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন। গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৫৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে সূচক বেড়েছিল। ডিএসইর তথ্যমতে, বাজারে ৩৫৬টি প্রতিষ্ঠানের ১৪ কোটি ৭৪ লাখ ১২ হাজার ২৯৭টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১০৪টির, আর অপরিবর্তিত ছিল ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ২ হাজার ২৩১ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপার মিলসের শেয়ার। এরপরের অবস্থানে ছিল নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন হাউজিং, আইটিসিএল, ইন্ট্রাকো রিফুয়েলিং, লুবরেফ বিডি এবং ম্যাক্সন স্পিনিং লিমিটেডের শেয়ার। অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। লেনদেন হওয়া ২১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৮২টির, আর অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির শেয়ারের দাম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন