পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নাজমা বেগম (৩৮)নামের এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারী মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রামে এ ঘটনা ঘটলে দুপুর সাড়ে ১২ টায় ভুক্তভোগীর স্বামী আব্দুস সাত্তার শিকদার চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন-উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের হাবিব সিকদার (৬৫), ছেলে রুবেল সিকদার (২৫),স্ত্রী রাবেয়া বেগম (৫৫) ও মেয়ে শিরিন(২৮)।
আহত নাজমা ও অভিযোগ থেকে জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে আব্দুস সাত্তার শিকদার ও হাবিব শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাবিব শিকদার ঘর নির্মাণের কাজ করতে গেলে এতে নাজমা বেগম বাধা দেয়। এ সময় কথার কাটাকাটির একপর্যায়ে হাবিব ও তার ছেলে রুবেল নাজমার গাযে ইট ছুড়তে থাকে। কয়েকটি ইট গায়ে এসে পড়লে ভয়ে সে ঘরে চলে যায়। রুবেল ঘরে মধ্যে গিয়ে প্রথমে লথি, কিল-ঘুষি দেয়। পরে হাবিব সিকদার তার স্ত্রী রাবেয়া ও মেয়ে শিরিন এসে হাত পা চেপে ধরল রুবেল পকেট থেকে ছুরি বের করে মাথায় আগাত করে। এ সময় ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
অভিযুক্ত হাবিব সিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন