রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিশা সওদাগর-শাবনূরকে নিয়ে পরিচালনায় সুমন দে

সিনেমা প্রযোজনায় আসিফ

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এক সিনেমায় অনেকগুলো চমক। প্রথম চমক হচ্ছে কণ্ঠশিল্পী আসিফ আকবর সিনেমা প্রযোজনা করছেন। সিনেমায় তিনি প্লেব্যাক ও একটি সিনেমায় অভিনয় করলেও প্রযোজক হিসেবে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। দ্বিতীয় চমক হলো মিশা সওদাগর ইতিবাচক ভ‚মিকার মূল চরিত্রে অভিনয় করছেন। ঠিক নায়ক বলা যায় না, তবে নায়কের চেয়ে কম কিছু নয়। কারণ তার চরিত্রটির ওপর সিনেমার গল্প ঝুলে থাকবে। তৃতীয় চমক হচ্ছে, আমার প্রাণের স্বামী, এক টাকার বউ-এর মতো সুপার-ডুপার হিট সিনেমার প্রযোজক ঋদ্ধি টকিজের সুমন দে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আবির্ভূত হচ্ছেন। তার প্রযোজিত প্রতিটি সিনেমায় নেপথ্যে থেকে পরিচালনার কাজটি তিনি ভালোভাবে রপ্ত করে নিয়েছেন। আর চতুর্থ চমক হলো, এ সিনেমার মাধ্যমে শাবনূর দীর্ঘদিন পর মূল ধারার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বিষয়টি লিখিতভাবে চ‚ড়ান্ত না হলেও, মৌখিকভাবে চ‚ড়ান্ত হয়েছে বলে সুমন দে জানান। অস্ট্রেলিয়ায় থাকা শাবনূরের সাথে মোবাইলে একাধিকবার কথা হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন। পঞ্চম চমক হলো, শাবনূর অভিনয় করলে তা করবেন মিশা সওদাগরের বিপরীতে। সুমন দে বেশ মজা করেই বললেন, সবাই তো নিয়ম মতো সরল পথে খেলে, আমার প্রথম সিনেমায় আমি উল্টোপথে খেলব। সবকিছুই প্রথাগত সিনেমার বিপরীত। আমি নিশ্চিত, আমাদের দর্শক এই খেলাটা বেশ উপভোগ করবেন। তিনি বলেন, সিনেমার দর্শক আছে। আমরাই তাদের সিনেমা উপহার দিতে পারছি না বলে তারা সুপ্ত অবস্থায় চলে গেছে। যে বাংলা সিনেমা দেখে, সে আমাদের সিনেমা দেখবেই। এ সংখ্যাটা যে কোনো সিনেমার চেয়ে অনেক। আমাদের অনেক নির্মাতা দর্শকের এই নার্ভটুকু ধরতে পারছে না বলে সিনেমা খাওয়াতে পারছে না। তিনি বলেন, সিনেমা সহজ বিষয় নয়, আবার চিন্তা করলে খুব কঠিন কিছু নয়। বড় কথা হলো চিন্তাটা চিন্তার মতো করে করতে হবে। তাহলেই চিন্তা ফলপ্রসূ হয়। আমি সিনেমা পরিবারের মানুষ। আমি বুঝি দর্শক কি চায়, আর কি চায় না। সিনেমার নাম কি? এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাপের দোয়া কি কম দামি?’ বেশ অদ্ভুত লাগলো। নামের মধ্যেও কেমন প্যাঁচগোচ। উল্টাপাল্টা একটা ব্যাপার রয়েছে। সুমন দে বললেন, আমরা সব সময় আমরা মায়ের দোয়ার কথা বলি। বাবার দোয়ার কথা কম উচ্চারণ করা হয়। সন্তানের জন্য মায়ের দোয়ার পাশাপাশি বাবার দোয়াও তো প্রয়োজন। তাই আমি বাবার দোয়ার বিষয়টি ধরেছি। ঐ যে বললাম, আমি একটু উল্টা খেলা নিয়ে নেমেছি। তবে এটা মনে করার কারণ নেই, উল্টা কাজ করতে গিয়ে উল্টে পড়ে যাব। বুঝে শুনেই খেলতে নেমেছি। মিশা সওদাগর সিনেমাটি নিয়ে বলেন, গল্পটি আমি শুনেছি। দুর্দান্ত একটি গল্প। আর প্রযোজনায় থাকছে আমাদের সবার প্রিয় আসিফ। তাই আমি কাজটি করতে রাজি হয়েছি। গত শনিবার রাতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছি। সামনে শিল্পী সমিতির নির্বাচন শেষে এ সিনেমার কাজ শুরু করবো। আসিফ জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্য তৈরি এবং চরিত্র বিন্যাস নিয়ে ভাবছি। পরিবারের প্রধান কর্তা বাবাকে কেন্দ্র করে তৈরি হবে আমার প্রযোজিত প্রথম সিনেমা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মিশা ভাই। তাকে চ‚ড়ান্ত করা হয়েছে। বাকিগুলো কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলব। সুমন দে আশা প্রকাশ করেছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন