শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রুবেল শঙ্কামুক্ত

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের বাউন্সারগুলো ইনিংসের শেষ দিকে যথেস্ট ভুগিয়েছে বাংলাদেশ টেল এন্ডারদের। একবার নয়, দু’দুবার ট্রেন্ট বোল্টের বাউন্সারে পেয়েছেন চোট রুবেল হোসেন। ৮০তম ওভারে বাউন্সার থেকে বাঁচতে চেয়ে বাঁ হাতের তর্জনীতে পেয়েছেন চোট। দ্রæত ফিজিও ডিন কনওয়ে এসে লাগিয়ে দিয়েছেন টেপ। ৮৩তম ওভারে টেন্ট বোল্টের আর একটি বাউন্সারে ডান হাতের কনুইয়ে এতোটাই চোট পেয়েছেন যে, ব্যাথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েছেন রুবেল। আঘাতস্থলে প্রাথমিক চিকিৎসা হয়েছে। ব্যান্ডেজ লাগিয়ে খেলেছেন কিছুক্ষণ। হাতুরুসিংহের চোখের কাঁটা হয়ে দেড় বছর টেস্টের বাইরে কাটানো রুবেল যখন টেস্টে বোলিং পরীক্ষা দেয়ার চ্যালেঞ্জ নিয়েছেন। তখন ইনজুরি জর্জরিত দলে রুবেলের এই চোটে কপালে দূর্ভাবনার ভাঁজই পড়ার কথা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তবে রুবেলের ওই চোট নাকি গুরুতর নয়। প্রথম দিনের খেলা শেষে এক্স-রে রিপোর্টে ধরা পড়েনি কোচ চিড়। ফলে আজ বোলিং করতে কোন বাধা নেই রুবেলের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন