শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৩ দিনে স্ক্রিপ্ট তৈরি এবং ৭ দিনে শুটিং করে সিনেমা হয় না-রুবেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

একসময়ের দর্শকপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক রুবেল বর্তমান সময়ে যেসব সিনেমা নির্মিত হচ্ছে সেগুলোর বেশিরভাগকেই সিনেমা বলতে চান না। এ ব্যাপারে তার যুক্তি হচ্ছে, ৫-৭ দিনে শুটিং করে কখনোই পরিপূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না। এত অল্প সময়ে একটি সিনেমা নির্মাণ কিভাবে সম্ভব? এখন যেসব কনটেন্ট নির্মাণের হিড়িক পড়েছে, সেগুলো অনেকেই সিনেমা বলে চালিয়ে দিচ্ছেন। এসব কনটেন্ট কখনই পরিপূর্ণ সিনেমা নয়। যারা এগুলো করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এগুলো সিনেমা নয়। রুবেল বলেন, চলচ্চিত্র অনেক বড় একটি ক্যানভাস। সিনেমা ছোটখাটো কোনো বিষয় নয়, বিশাল ব্যাপার। ৩ দিনে স্ক্রিপ্ট তৈরি করে ৭ দিনে শুটিং করে সিনেমা হয় না। ওয়েব নির্ভর কাজ হতে পারে। তবে সেগুলোকে সিনেমা বলে চালিয়ে দেয়া উচিৎ নয়। তিনি বলেন, আমরা যখন সিনেমা তৈরি করতাম কমপক্ষে ৩ মাস স্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম। অনেক স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় একাধিকবার সংশোধন করেও বাদ দিয়েছি। ইউটিউবের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন সবাই পরিচালক, শিল্পী হয়ে যাচ্ছেন। এরা টিকবে না। বরং তারা সিনেমার ক্ষতি করছেন। আধুনিক সিনেমা হলের বিকল্প নেই বলে মনে করেন রুবেল। তিনি বলেন, এখন সবাই ঘুরতে বেরিয়ে খাওয়া-দাওয়া, কেনাকাটার পর, বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমা দেখতে চান। সেজন্য হলের আধুনিক পরিবেশ দরকার। সিনেমা হলের পরিবেশ যদি আবার ফিরিয়ে আনা যায়, তবে মানুষ আবার সিনেমা হলে গিয়ে সুস্থ ধারার সিনেমা উপভোগ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন