বিনোদন ডেস্ক: নাটকে জুটি হয়ে অভিনয় করলেও প্রথমবারের মাতো বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন ইমন ও সারিকা। একটি বহুজাতিক কোম্পানীর নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন তারা দু’জন। এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র। ইমন বলেন, ‘এর আগে আমি সারিকা নাটকে কাজ করেছি। বিভিন্ন টক শো’তেও একসাথে অংশ নিয়েছি। কিন্তু এবারই প্রথম আমরা দু’জন বিজ্ঞাপনে মডেল হয়েছি। কাজটি দারুণ হয়েছে। তাই আমরা দু’জনই আমাদের প্রথম বিজ্ঞাপন নিয়ে খুব আশাবাদী।’ সারিকা বলেন, ‘সনক দাদা’র নির্দেশনায় এর আগেও আমরা ভিন্ন বিজ্ঞাপনে আলাদাভাবে কাজ করেছি। কিন্তু এবারই প্রথম আমি ও ইমন একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনের কনসেপ্টটা দারুণ। আশাকরি দর্শক মুগ্ধ হবেন। ’ বিজ্ঞাপনের শুটিং শেষে দু’একদিনের মধ্যেই ইমন ও সারিকার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে অভিনয়ে ফেরার পর সারিকা আদনান আল রাজীবের নির্দেশনায় নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। নতুন বিজ্ঞাপন দিয়েও বেশ আলোড়ন সৃষ্টি করেছেন সারিকা। তবে একমাত্র মেয়েকে সময় দিতে হয় বলেই অভিনয়ে খুব বেশি সময় দিতে পারেন না তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বর্তমানে ছোটপর্দাতেও বেশ ব্যস্ত হয়ে উঠেছেন ইমন। বলা যায় প্রায় প্রতি মাসেই তিনি এখন ভালো ভালো গল্পের নাটক টেলিফিল্মে অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন