প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া আর তারপর দীপিকা পাডুকোন হলিউডের পথে পা বাড়াবার পর সবশেষে সোনম কাপুরও নেই পথে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। জানা গেছে সোনম স¤প্রতি একটি এজেন্সিতে তার না লিখিয়েছেন। বাকি কয়েকজনের মধ্যে বাকি আছেন মুখরা কঙ্গনা রানৌত। তিনি হলিউডে যাওয়ার ব্যাপারে কী ভাবছেন?
একটি দৈনিককে দেয়া সা¤প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনা হলিউডে যাওয়া বা না যাওয়ার ব্যাপারে তার মতামত ব্যক্ত করেছেন।
তিনি মনে করেন তাদের চলচ্চিত্র শিল্প যখন ধসে পড়ছে তখন পশ্চিমমুখী হওয়া ‘বোকামি’ ছাড়া আর কিছু নয়।
কঙ্গনা মনে করেন এশিয়ার বিনোদন জগত এখন অনেক শক্তিশালী ১৫ বছর আগে হলিউড ঠিক যেমন ছিল। তিনি জানান বলিউডের চলচ্চিত্রের এখন অপেক্ষাকৃত অনেক ভালো অবস্থা চলছে। হলিউড যে টোপ ফেলেছে তার শিকার হতে তিনি আগ্রহী নন। তিনি আরো জানান অন্য চলচ্চিত্র জগতে তিনি নিজেকে উপস্থাপন করবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন