বিনোদন ডেস্ক: অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সাংগঠনিক পদে নির্বাচন করছেন রাইফেল মফিজ খ্যাত অভিনেতা শহিদ আলমগীর। তার লক্ষ্য শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো একটি শক্ত ভিতের উপর দাঁড় করানো। গত মঙ্গলবার মিট দ্য ক্যান্ডিডেট শীর্ষক এক অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদের উদ্দেশে বলেন, আমি অভিনয় শিল্পী সংঘ এবং এর সদস্যদের আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্য নিয়েই নির্বাচনে দাঁড়িয়েছি। শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ ও বিভেদ থাকবে না। আমরা শিল্পী এ পরিচয়কে উর্ধে তুলে ধরতে চাই। আমরা অভিনয় শিল্পীরা প্রত্যেকে একই পরিবারভুক্ত। প্রত্যেকেই এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই পরিবারের একজন সেবক হয়ে সকলের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনের লক্ষ্যই হলো সকল শিল্পীদের মধ্যে আন্তঃসম্পর্ক ও হৃদ্যতা গড়ে তোলা। আমরা শিল্পীদের অনেকেই বিচ্ছিন্নভাবে জীবনযাপন করি। শূটিং স্পট ছাড়া তাদের দেখা সাক্ষাৎ হয়না বললেই চলে। অভিনয় শিল্পী সংঘ প্রত্যেক শিল্পীর মধ্যে যোগাযোগ স্থাপন এবং একটি মিলন মেলার প্ল্যাটফর্ম। আমি চাই এই প্ল্যাটফর্মেই সকল শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, দেখা সাক্ষাৎ এবং হৃদ্যতা বৃদ্ধির মূল ক্ষেত্রে পরিণত হোক। পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্টতা বৃদ্ধি পাক। আমার লক্ষ্যই হচ্ছে সংগঠনটিকে গতিশীল করার মাধ্যমে শিল্পীদের একই ছাতার নিচে নিয়ে আসা। আমরা একতাবদ্ধ হতে পারলে, সবধরনের সমস্যা মোকাবেলা করতে পারব। আমাদের সুবিধা-অসুবিধা, দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা পালন করতে পারব। এ লক্ষ্য নিয়েই আমি সাংগঠনিক পদে প্রতিদ্বন্ধিতা করছি। নির্বাচিত হলে আমার প্রতিশ্রুত এ কাজগুলো দ্রুত বাস্তবায়ন করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন