শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বইমেলায় আফজাল হোসেনের তিন বই

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: লেখক হিসেবে অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের পরিচিতি অনেক আগে থেকে। তার প্রথম গল্পের বই বইমেলায় প্রকাশিত হয় তার ঘনিষ্ঠ বন্ধু কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে এক মলাটে দুটি গল্পের বই ‘যুবকদ্বয়’। আফজাল মাঝে মাঝে কবিতাও লিখেন। তার আরেক বন্ধু ফরিদুর রেজা সাগর আগ্রহী হয়ে তার লেখা কবিতা নিয়ে প্রথম কবিতার বই ‘শুধু একটাই পা’ ২০১১ সালে প্রকাশের উদ্যোগ নেন। এবারের বই মেলাতেও আফজালের লেখা আরেকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। যার নাম ‘কোনো জোনাকি এ অন্ধকার চেনেনা’। বিভিন্ন সময় আফজাল হোসেনের বিভিন্ন বিষয়ভিত্তিক লেখার সংকলন নিয়ে প্রকাশিত বইয়ের নাম ‘কথায় কথায় রাত’ এবং প্রকাশিত গল্পগ্রন্থের নাম ‘জাহাঙ্গীর বাদশার ঘোড়া’। এই তিনটি বই এবারের বইমেলাতে পাওয়া যাচ্ছে অনন্যা প্রকাশনীর ব্যানারে। আফজাল হোসেনের জীবনের প্রথম বই ‘যুবকদ্বয়’ প্রকাশিত হয়েছিল অনন্যা প্রকাশনী থেকেই। নিজের লেখা এবারের বইগুলো প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘আমি কবিতা লিখতাম এটা আমার বন্ধুরা জানত। প্রথম কবিতার বই প্রকাশের পর যখন বেশ সাড়া পেলাম তখন কবিতা লেখায় আগ্রহ আরো বেড়ে যায়। বিভিন্ন সময়ে আমি বিভিন্ন বিষয়ের উপর লিখে থাকি। সেইসব বিষয়ভিত্তিক লেখা নিয়েও এবার বই প্রকাশিত হয়েছে। গল্পের বইও আছে এবার। সবমিলিয়ে এবারের বইমেলা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে আমি যে ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তার থেকে সময় বের করে বইমেলায় যাওয়াটা একটু কঠিন। তবে ইচ্ছে আছে বইমেলা যাওয়ার।’ উল্লেখ্য, আফজাল হোসেনের লেখা চারটি উপন্যাস হচ্ছে ‘বিরহকাল’, ‘কানামাছি’, ‘পারলেনা রুমকি’ এবং ‘কুসুম ও কীট’। তার একমাত্র ভ্রমণ রচনা হচ্ছে ‘মানস ভ্রমণ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন