শোনা যাচ্ছে ‘সন্তোষী মা’ সিরিয়ালের দুই প্রধান অভিনেত্রী রতন রাজপুত এবং রতন রাজপুতের মধ্যে নীরব লড়াই চলছে। রতন অ্যান্ডটিভির সিরিয়ালটিতে কেন্দ্রীয় চরিত্র সন্তোষী মিশ্রার ভ‚মিকায় অভিনয় করছেন আর দেবিনা কয়েক মাস আগে একটি দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন।
দুজনের ভ‚মিকার গুরুত্বই কমবেশি সমান। তবে দুজনই ধারণা করছেন অন্যজনকে গুরুত্বে দেবার জন্য নিজের ভ‚মিকাকে গৌণ করে তুলে ধরা হচ্ছে। দুজনই মনে করছেন অন্যজনকে দিয়ে বেশি সংলাপ বলান হচ্ছে।
দেবিনা বলেন : “আমাদের মধ্যে পরস্পরকে নিয়ে কোনও নিরাপত্তাহীনতা নেই। অন্তত আমার দিকে তো নয়ই। আমি সিরিয়ালটিতে দ্বৈত ভ‚মিকায় অভিনয় করছি, সুতরাং রতন বেশি কাজ পাচ্ছে এমন ধারণা করে তাকে কেন ঈর্ষা করব? দ্বিতীয়ত তার সঙ্গে আমাকে বেশি শুটিং করতে হয় না। পর্দায় আমাদের একসঙ্গে খুব কম দেখা যায়। সুতরাং ঝগড়া হবে কীভাবে? আমরা দুজন বন্ধু নই, আর সেটে আমি বন্ধুত্ব করতে আসি না। আমি শুধু কাজ করতে আসি আর তাতেই মনোযোগ দিতে চাই। রতন এমন একজন মানুষ যার সঙ্গে এবং যার সম্পর্কে আমি কথা বলতে চাই না, কখনও না!”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন