শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বইমেলায় হানিফ সংকেতের দু’টি বই

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এবারের অমর একুশের বইমেলায় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেতের দু’টি বই প্রকাশিত হয়েছে। একটির নাম-‘সৎ খোঁজার পথ খোঁজা’ ও অন্যটি ‘বিস্ময়ের বিশ্ব পথে’। হানিফ সংকেত বলেন, মিডিয়াতে শুরুই করেছিলাম লেখালেখি দিয়ে। ‘পূর্বদেশ’ এর চাঁদের হাট, কিশোর বাংলা, ‘ইত্তেফাক’ এর কচিকাঁচার মেলা এসব পাতায় একসময় বেশ বিচরণ ছিল। এখনও লিখছি, তবে ব্যস্ততার কারণে বইয়ের জন্য খুব একটা লেখা হয় না। দর্শকদের ভালোবাসার কারণে ‘ইত্যাদি’কে নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। ‘সৎ খোঁজার পথ খোঁজা’ বইটি সম্পর্কে হানিফ সংকেত বলেন, চারিদিকে দৃশ্যমান অদ্ভুত সব অসঙ্গতি আমাদের অভিজ্ঞতাকে কখনও হাস্যরসে, কখনও বা তিক্ততায় ভরিয়ে তোলে। চলমান জীবনের সমস্যা পীড়িত এমনি নানান অসঙ্গতি এবং সমসাময়িক বিষয়, যখন যা লেখা প্রয়োজন মনে করেছি সেইসব বিষয়কে উপজীব্য করেই লিখতে চেষ্টা করেছি ‘সৎ খোঁজার পথ খোঁজা’। ২০১৬ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখাগুলি প্রকাশিত হয়েছে। ‘বিস্ময়ের বিশ্ব পথে’ সম্পর্কে তিনি বলেন, পেশাগত কারণে, আবার কখনও বা বেড়ানোর উদ্দেশ্যে দেশে এবং দেশের বাইরে নানান জায়গায় যাবার সুযোগ হয়েছে আমার। পরিচিত হয়েছি সেসব দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির সঙ্গে। প্রাণভরে উপভোগ করেছি সেসব স্থানের প্রাকৃতিক সৌন্দর্য। তবে সবসময়ই আমি আমার এই দেখার সঙ্গী করেছি ‘ইত্যাদি’র দর্শকদের। কিছুটা ব্যয়বহুল হলেও কষ্ট করে সেসব দেশের উল্লেখযোগ্য স্থান এবং নৈসর্গিক দৃশ্যাবলী ধারণ করে ‘ইত্যাদি’র দর্শকদের দেখাতে চেষ্টা করেছি। দু’একটি ভ্রমণকাহিনী পত্রিকাতেও লিখেছি। এসব দেখে এবং পড়ে অনেক দর্শক এবং পাঠক আমাকে ভ্রমণ কাহিনী লিখতে অনুপ্রাণিত করেছেন। তাদেরই অনুপ্রেরণায় লিখেছি ‘বিস্ময়ের বিশ্ব পথে’। উল্লেখ্য এটি হানিফ সংকেতের প্রথম ভ্রমণ বিষয়ক গ্রন্থ। বই দু’টি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। ‘সৎ খোঁজার পথ খোঁজা’ বইটির প্রচ্ছদ করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী ও কার্টুনিষ্ট রফিকুন নবী এবং ‘বিস্ময়ের বিশ্ব পথে’ বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান। দু’টি বই-ই এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর ইতিপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে হানিফ সংকেতের ৩০টির মত গ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন