শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রানীনগরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২৫ হাজার মানুষের

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল-আতাইকুলা নামক স্থানে নওগাঁর ছোট যমুনা নদীর উপর দিয়ে চলাচলের জন্য ইজাদারদের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোই ওই এলাকার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। গ্রামীণ জনপদের যোগাযোগের ভরসা হিসাবে ব্রিজের বদলে স্বাধীনতার পর থেকে এই জনপদে বসবাসরত প্রায় ২৫ হাজার জনসাধারণের নওগাঁর ছোট যমুনা নদী পারাপার হতে বাঁশের দিয়ে নির্মাণ করা সাঁকোই তাদের জীবনে আধুনিকতার ছোঁয়ায় অনেক পাওনা। মিরাট, কালিকাপুর, হাটকালুপাড়া, গোনা ও কাশিমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে যোগ হয়েছে নিবিড় বন্ধন হিসাবে এই সাঁকো। উপজেলা কাশিমপুর, গোনা ও মিরাট ইউনিয়নের অবহেলিত জনপদের মধ্যে সর্বরামপুর, কাশিমপুর, ডাঙ্গাপাড়া, এনায়েতপুর, মঙ্গলপাড়া, ভবানীপুর, পীরেরা, বয়না, বেতগাড়ী, দুর্গাপুর, কৃষ্ণপুর, মালঞ্চি, ঘোষগ্রাম, নান্দাইবাড়ি, বেতগাড়ী, আতাইকুলা, কুনৌজ, হামিদপুর ও জালালগঞ্জ গ্রামসহ এই ইউনিয়নের প্রায় ২৫ হাজার লোকের যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন না হওয়ায় রাষ্ট্রের অনেক জরুরি সুযোগ-সুবিধা ও সেবা থেকে বঞ্চিত রয়েছে এই তিন ইউনিয়নের বাসিন্দা। যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকতার যুগে স্বাধীনতার ৪৫ বছর পার হলেও নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল- আতাইকুলা নামক স্থানে নওগাঁর ছোট যমুনা নদীর উপর দিয়ে পারাপারের জন্য একটি ব্রিজ নির্মাণের অভাবে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো অথবা নৌকা দিয়ে প্রতিদিন পারাপার হয় প্রায় ১৩ গ্রামের কৃষক-শ্রমিক, স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীসহ প্রায় ২৫ হাজার জনগণ। বর্ষাকালে নৌকাযোগে নদী পারাপার হলেও নদীর নব্য সংকটের কারণে স্থানীয় ইজারাদারের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকোই একমাত্র যোগাযোগের ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু সেই সাঁকোটি বেশ কিছুদিন ধরে সংস্কার না করায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুলগামী কোমলমতি ছাত্রছাত্রী ও বৃদ্ধ-বণিতা চলাচলের সময় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি বৃষ্টিপাত শুরু হলেই নদীর দুই পাড়ে কাঁদা-পানিতে একাকার হওয়ার কারণে সাঁকো থেকে পিছলে পানিতে পড়ে গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটে। রানীনগর উপজেলা প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. মকলেছুর রহমান জানান, কুজাইল-আতাইকুলা নামক স্থানে নওগাঁর ছোট যমুনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য ঘটনাস্থল নির্ধারণ করে মাপ-ঝোক ও ডিজাইন করে একটি প্রস্তাবনা স্থানীয় সরকারের প্রকৌশল অধিদফতরের প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য গত মাসে প্রেরণ করা হয়েছে। অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করে এখানে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন