নাজিরপুর উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে নানা কর্তৃক সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ নানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুটির পিতা বাদী হয়ে গত শুক্রবার রাতে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাটিভাঙা মোড় এলাকার আকরাম আলী শেখ (৬০) গত শুক্রবার দুপুরে একই এলাকার বৈবুনিয়া গ্রামে তার চাচাতো ভাইজি জামাই বাড়িতে বেড়াতে যায়। এসময় ভাইজি জামাই বাড়িতে না থাকলেও ভাইজি তার চাচাতো চাচাকে ঘরের ভিতরে টেলিভিশন দেখতে দিয়ে পার্শ্ববর্তী বাড়িতে দুধ আনতে যান। এ সুযোগে শিুশুটির নানা আক্রাম আলী শেখ তাকে কোলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বৃদ্ধ নানা পালিয়ে যায়। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আকরাম আলী শেখকে রাতে গ্রেফতার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন