শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মেগাধারাবাহিক নাটক তিন পাগলে হল মেলা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চ্যানেল আইতে শুরু হয়েছে মেগা ধারাবাহিক তিন পাগলে হল মেলা। এর তিনটি চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন, শতাব্দী ওয়াদুদ ও সাজু খাদেম। নাটকটি রচনা করেছেন আবুল হায়াত ও কামরুল আহসান। আবুল হায়াত নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন। আরো অভিনয় করেছেন নাদিয়া, আবদুল¬াহ রানা, শেলী আহসান, জিয়াউল ইসলাম কিসলু প্রমুখ। মোট ২০৮ পর্বের এ ধারাবাহিকটি প্রচার হচ্ছে শুক্র, শনি, সোম, মঙ্গল ও বুধবার রাত ১১:৩০ মিনিটে। এর গল্পে দেখা যাবে, সাধু, মধু আর বাবলু তিন বন্ধু। পোড়খাওয়া, এতিম, উদভ্রান্ত তিন যুবক। তিন জনেরই এ জগতে আপন বলতে কেউ নেই। মধু ভালো গান গায়, যেকোনো মুহূর্তে গায়, গানই তার ধ্যানজ্ঞান, আর সাধু দারুণ ছবি আঁকে, যেকোনো মুহূর্তে, যে কারো ছবি হুবুহ এঁকে ফেলতে পারে, আর বাবলু এক সময় সিনেমা বানাতে চেয়েছিল, পারেনি, সে এখন গল্প খুঁজছে, সে খুব সুন্দর করে কথা বলে, কথা দিয়ে যেকোনো মুহূর্তে যে কাউকে মুগ্ধ করে ফেলে, এই হচ্ছে এই তিনজনের বিশেষ গুণ। এই তিন বিশেষত্ব দিয়ে তারা মানুষকে হিপনোটাইজড করে। জীবন পথের এক ইস্টিশনে একদিন দেখা হয় তাদের। তারা ঠিক করে একসাথে বাঁচবে। বেঁচে থাকার অর্থটা কী সেটা খুঁজে দেখবে। তারা শুধু নিজের জন্য বাঁচবে না। বাঁচবে অন্যের জন্য। নিজের আর অন্যের ভিতরটা খুঁড়ে দেখবে। এই যে পৃথিবীতে এতো এতো সমস্যা, মানুষের সঙ্গে মানুষের এতো ভেদাভেদ, এতো যুদ্ধ এতো হানাহানি, রক্তপাত, প্রতি বছর পৃথিবীতে আট লাখ মানুষ আত্মহত্যা করছে, এতো রোগশোক, পৃথিবীটা এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, এর থেকে মুক্তির উপায় কী! শুরু হয় তাদের যাত্রা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন