বিনোদন ডেস্ক : এখন নিয়মিত গান না করলেও গায়িকা হিসেবে অভিনেত্রী কুসুম শিকদারের একটি পরিচয় রয়েছে। ১৯৯৯ সালে তিনি নিয়মিত গান করতেন। তার গাওয়া তিনটি অ্যালবাম বের হয়। অ্যালবাম তিনটি হলো তুমি আজ কত দূরে (একক), জীবনের যত চাওয়া এবং অদলবদল (মিক্সড)। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর কুসুম গান থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘ ১৮ বছর পর আবারও কুসুম গায়িকা হয়ে ফিরছেন। মায়া ও ধোঁয়া শিরোনামে তার দুটো গান বাজারে আসছে। প্রথম গানটি ডুয়েট এবং পরেরটি একক কণ্ঠে গেয়েছেন তিনি। শিঘ্রই গান দুটো প্রকাশ হবে বলে জানা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন