মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্যবসায় উন্নতি বিষয়ে ব্র্যান্ড ফোরামের সেমিনার

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যবসায় কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে ব্রান্ড ফোরামের আয়োজনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) উদ্যোগে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিভিন্ন কোম্পানির শীর্ষ নির্বাহী, বিপণন প্রধান, ব্র্যান্ড ম্যানেজার, এজেন্সি হেড, অপারেশন হেড, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ডিজিটাল ট্রানজিশন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিয়ে আলোচনা করা হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় ‘ষষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ড. কারমেন জেড ল্যামাগনা। বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। দুই পর্বের সেমিনারের প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড মার্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের সহ-প্রতিষ্ঠাতা হারমাওয়ান কার্তাজায়া। দ্বিতীয় অধিবেশনে বহুজাতিক কোম্পানি কোকা-কোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট দেবব্রত মুখার্জি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ‘ট্র্যাডিশনাল টু ডিজিটাল’ বিষয়ে ‘সনাতন পদ্ধতি থেকে প্রযুক্তির ব্যবহার : প্রাতিষ্ঠানিক প্রেক্ষিত’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর সৈয়দ সাদ আন্দালীব, রহিম আফরোজ সোলারের গ্রুপ ডিরেক্টর মুনাওয়ার মিসবাহ মঈন এবং গ্রামীণফোনের প্রতিনিধি কাজী মাহবুব হাসান। এছাড়া ফিউচার অব মার্কেটিং নিয়ে ‘ব্র্যান্ড ইভলবিং ফ্রম ট্র্যাডিশনাল টু ডিজিটাল ল্যান্ডস্কেপ’ বিষয়ে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের অংশগ্রহণভিত্তিক একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন