হলিউডের অভিনেত্রী জেসিকা ল্যাং জানিয়েছেন সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ করার কারণে ‘টুটসি’ চলচ্চিত্রের ভূমিকাটি তিনি প্রায় হারাতে বসেছিলেন। ১৯৮২ সালের এই কমেডি চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য তিনি পরের বছর অস্কার জয় করেছিলেন।
‘অ্যামেরিকান হরর স্টোরি’ টিভি সিরিজের এই অভিনেত্রীটি সিডনি পোলাক চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেন। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ডাস্টিন হফম্যানসহ ১০ বিভাগে চলচ্চিত্রটি মনোনয়ন পেয়ে শুধু একটি অস্কার জয় করেছিল।
ব্রেকফাস্ট শো ‘গুড মর্নিং অ্যামেরিকা’তে তিনি বলেছিলেন, “আমি বলতে গেলে চলচ্চিত্রটি ছেড়েই দিয়েছিলাম।
“আমি সবে ‘ফ্রান্সেস’ নামে একটি ফিল্মের কাজ শেষ করেছিলাম বলে সেটি ফিরিয়েই দিয়েছিলাম। সিডনি পোলাক আর ডাস্টিন আমাকে ‘টুটসি’ করতে বললে আমার মনে হয়েছিল আগেরটির তুলনায় সেটি হালকা ধরনের। আমার সেটি করতে ইচ্ছা হয়নি।
তিনি বলেন, “আমার তরুণ সত্তাকে বলার ক্ষমতা থাকলে আমি এখন বলতাম, ‘সব ভুলে যাও, কাজটি নাও। তাদের মাসের পর মাস অপেক্ষায় রেখ না।”
শেষপর্যন্ত তার বোধ হয়েছিল বলে তিনি এখন নিজের প্রতি কৃতজ্ঞ; তিনি বলেন, “আমি যত সিদ্ধান্ত নিয়েছি সেটি ছিল সবার সেরা কারণ এই ফিল্মটি ক্লাসিক।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন