শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বোমামেশিন দিয়ে বালু উত্তোলন করায় ভেঙে পড়ছে বিশাল এলাকা

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : সৈয়দপুরের পার্শ্ববতী পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া আবাসন প্রকল্পে মাটি ভরাট ও পুকুর খননে বোমা মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বেলাইচন্ডি ইউনিয়নের দেবীডোবা এলাকার বাঘাচড়া আবাসন প্রকল্পের মোট জমির পরিমাণ ১৫২ একর। প্রধানমন্ত্রীর অগ্রাধিবার প্রকল্পের মাধ্যমে একমাস আগে ওয়ার্ড সদস্যদের বাদ দিয়ে ইউপি চেয়ারম্যান হাসিবুর রহমান রুম্মান ও পিআইও তাজুল ইসলাম আরো কিছু নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ইউপি সদস্যদের দাবির মুখে পরদিন তাদের সাথে নিয়ে ২য় দফায় আবারো কাজের উদ্বোধন করা হয়। এর জন্য দৈর্ঘ্যে ৯৬০ ফিট এবং প্রস্থে ১৯০ ফিট জায়গা চ‚ড়ান্ত করা হয় মাটি ভরাটের জন্য। আবাসনের বসবাসরত ব্যক্তিদের আমিষের চাহিদা পূরণ ও স্বাবলম্বী করতে একটি পুকুর খননের সরকারি উদ্যোগ নেয়া হয়। এবং সিদ্ধান্ত নেয়া হয় সেই মাটি দিয়ে আবাসনের ঘর নির্মাণের জায়গা ভরাট করা হবে। সরকারি নিয়ম বেঁধে দেয়া হয় পুকুর খনন করতে হবে এলাকার হতদরিদ্রদের দিন হাজিরার মাধ্যমে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার দুপুরে সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, আবাসন এলাকায় ১২০টি পাকাঘর এবং গুচ্ছগ্রাম প্রকল্পের ৪০টি টিনশেড রয়েছে। সেখানে ভ‚মিহিন ব্যক্তিরা বসবাস করছেন। আবাসনের পাকা দালানের ৩০-৪০ ফিট দূরে বোমামেশিন লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বিশাল এলাকা জুড়ে পাড় ভেঙে পড়ছে। যেকোনো সময় অনেক পাকাঘর ভেঙে পড়তে পারে। সাংবাদিক আসার খবর শুনে ছুটে আসেন ১ নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন। তিনি জানান, প্রকল্পের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সরকারি আদেশকে অমান্য করে পিআইওর জোগসাজশে আমার এলাকার হতদরিদ্র লোকজনদের বাদ দিয়ে বোমা মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী জানান, “চেয়ারম্যান হামার সাথে বেঈমানী কইচ্ছে। হামাক কাম না দিয়ে মেশিন দিয়ে বালু উঠায়ছে”। ইউপি চেয়ারম্যান হাসিবুর রহমান রুম্মান বলেন, কয়েকজন মেম্বার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমি এলাকা ঘুরে এসে মেম্বারদের সাথে নিয়ে বসব। পিআইও তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রুবেল ৩০ মার্চ, ২০১৭, ১১:৩৯ এএম says : 0
অনতিবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন