বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জঙ্গিবাদে সম্পৃক্ততা থাকার কথা বলে ৩ শিক্ষার্থীকে আটকের অভিযোগ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে সাদা পোশাকে অস্ত্রধারী ১৮/২০ জন লোক ওই বাড়িতে প্রবেশ করে বাড়ির একটি কক্ষ থেকে মেসবাহ উদ্দিন (২২) ও তার ভাই মো. মাহফুজ (১৮) এবং তাদের বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাই মো. হাসিবুলকে তুলে নিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত কক্ষ থেকে ইন্টারনেট সংযোগের বিভিন্ন যন্ত্রপাতি ও ধর্মীয় বইসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে যায় তারা। জানা যায়, মেসবাহ উদ্দিন ও মো. মাহফুজ আপন দুই সহোদর। তাদের বাবা আবু বকর দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন। মাঝিবাড়ি এলাকায় বাড়িটি তাদের নিজেরই। এই বাড়িতে সোমবার রাতে বেড়াতে এসেছিলেন তাদেরই খালাতো ভাই মো. হাসিবুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন