শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কুলিয়ারচর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাকের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ড সংলগ্নে নানার সাথে রাস্তা পারাপার হওয়ার সময় ভৈরবগামী একটি দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাক চাপায় ঘটনাস্থলেই লোবাবা আক্তার (৪) নিহত হয়। নিহত ব্যক্তি কুলিয়ারচর উপজেলার বাজরা গ্রামের মাওঃ আব্দুল্লাহর মেয়ে। ভৈরব হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, মঠবাড়িয়া উপজেলার স্কুল থেকে বাড়ি ফেরা পথে পাওয়ার টিলার চাপায় নিহত হয় হারজী নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী রিমা আক্তার। জানা যায়, গত সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলের পিছনে মঠবাড়িয়া-মিরুখালী সড়কের বাসার জোমদ্দারের দোকান সংলগ্ন স্থানে বসে পাওয়ার টিলার আসতে দেখে শিশু রিমা রাস্তার পাশে বট গাছের নিচে আশ্রয় নেয়। এ সময়ে পাওয়ার টিলারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছের নিচে রিমাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় রিমাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। আবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রিমা মারা যায়। রিমা দক্ষিণ মিরুখালী গ্রামের আবুল কালাম জমাদ্দারের মেয়ে।
বাসাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, বাসাইল উপজেলার সোনালীয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্ব পাড়া গ্রামের আলম খানের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই গৃহবধুর পরিবারে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছিল। এক পর্যায়ে তিনি সকালে নিজ বাড়ী থেকে বের হয়ে সবার অজান্তে রেল লাইনে চলে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন একপ্রেস ট্রেনটিতে কাটা পড়ে। নিহতের লাশ স্বজনরা বাড়ী নিয়ে গেছে বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন