বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ৫ মে। নির্বাচনে লড়বে দুটি প্যানেল। একটি মিশা সওদাগর ও অন্যটি ওমর সানি। মিশার প্যানেলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান চুড়ান্ত হলেও ওমর সানির প্যানেলে সাধারণ সম্পাদকের পদে শুরুতে ফেরদৌসের কথা শোনা গিয়েছিল। এরপর ফেরদৌস সরে গেলে নাম আসে ইলিয়াস কোববার। তবে শেষপর্যন্ত শোনা যাচ্ছে ওমর সানির প্যানেলে সাধারণ সম্পাদক পদের নির্বাচনে থাকছেন না ইলিয়াস কোবরাও। এখন এ পদে নির্বাচন করবেন অমিত হাসান। অমিত হাসান জানান, এবারের নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে ছিল না। কিন্তু সিনিয়র শিল্পীরা চাচ্ছেন আমি আবারো নির্বাচন করি। সিনিয়রসহ শিল্পীদের অধিকাংশের দাবি, গত ২০১৫-২০১৬ মেয়াদে সাধারণ সম্পাদক পদে আমার পারফমেন্স সন্তোষজনক ছিল। তাই সকলের চাওয়ায় আমি ওমর সানির প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন