বিশেষ সংবাদদাতা : একটার পর একটা অভিনব ঘটনা ঘটেই চলেছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের সুপার লীগে। গত পরশু ফতুল্লা আউটার স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী এক্সিউম ক্রিকেটার্সের ২৩৪/১০ এর জবাব দিতে এসে মাত্র ৭ ওভারে ৩৪ রানে অলআউট হয়েছে মাতুয়াইল ক্রিকেট একাডেমি। নিকটতম প্রতিদ্ব›দ্বী মেরিনার্স ইয়াংসের চেয়ে রান রেটে এগিয়ে থাকতে এই ম্যাচে এক্সিউম জিতেছে ২০০ রানে। তার চেয়েও বড় হইচই ফেলে দেয়ার মতো ঘটনা ঘটিয়েছেন সেই ম্যাচে রুবেল হোসেন নামের এক বোলার! প্রতিপক্ষ মাতুয়াইলের ১০ ব্যাটসম্যানের মধ্যে ৯ জনই তার শিকার (৪-০-১৮-৯)। যে ৯টি উইকেটের মধ্যে চারটি কট বিহাইন্ড, তিনটি এলবিডাবøু! একটি রিটার্ন ক্যাচ, অন্যটি বোল্ড!
গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে ইন্দিরা রোড-ফেয়ার ফাইটার্সের মধ্যে অনুষ্ঠিত সুপার লীগের ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিং মেনে নিতে না পেরে অভিনব প্রতিবাদ করেছে ফেয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসান। আপিল করলেই আঙুল তুলে রীতিমতো প্রতিযোগিতা দুই আম্পায়ার সামছুর রহমান এবং আজিজুল বারী বাবুর! ৪ এলবিডাবøু, ৫ কট বিহাইন্ডে ১০২ রানে অলআউট মেনে নিতে না পেরে ফেয়ার ফাইটার্সের বোলার তাসনিম প্রতিবাদের ভাষা হিসেবে অভিনব বোলিং করেছেন। সাতটি বৈধ ডেলিভারির বিপরীতে নো (ছয়টি), ওয়াইড (আটটি) ডেলিভারি দিয়েছেন ১৪টি! তার এক একটি ওয়াইড আবার মহা-ওয়াইড, ব্যাটসম্যানকে রান নিতে দেবেন না, আত্মঘাতি এই সিদ্ধান্তে রীতিমতো বাউন্ডারিতে রূপ পেয়েছে বেশ ক’টি ডেলিভারি! ফেয়ারফাইটার্সের ১০২/১০ চেজ করে ৯ উইকেটে জিতেছে ইন্দিরা রোডকে খেলতে হয়েছে মাত্র ৪৩টি বল। তাতে অবদান প্রতিপক্ষ বোলার তাসনিমের। ৭ বলে ৬৯ রান খরচায় এক প্রকার বিশ্ব রেকর্ডই গড়েছেন তিনি! বোলার তাসনিমের এমন প্রতিবাদের ভাষায় তাকে বাহাবা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবটির এক কর্মকর্তা ‘নির্লজ্জ আম্পায়ারিংয়ের প্রতিবাদের ভাষা এর চেয়ে ভালো কী আর হতে পারে?’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন