শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দক্ষিণাঞ্চলে বাংলা বর্ষবরণ

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো ঃ আইন-শৃংখলা বাহিনীর নজরদারীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে ছিল ভিন্নধর্মী এক উৎসবের আমেজ। বরিশাল বিএম স্কুল থেকে উদীচী শিল্পী গোষ্ঠী ও সিটি কলেজ থেকে চারুকলা ইনস্টিটিউট দুটি ভিন্ন মঙ্গল শোভাযাত্রা বের করে। তবে প্রথমবারের মত জেলা প্রশাসনও এবার বরিশাল সার্কিট হাউজ থেকে ভিন্ন একটি শোভাযাত্রা বের করে। বাংলা নববর্ষ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার ও পটুয়াখালী জেলা কারাগার থেকে সরকার ৫ জন বন্দীকে মুক্তি দিয়েছে। এরা সকলেই যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী এবং ২০ বছরাধিককাল সাজা ভোগ করেছে।
বাংলা বর্ষবরণ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ভিন্ন ভিন্ন কর্মসূচী পালন করে। বাংলা নববর্ষ উপলক্ষে বরিশাল মহানগরীর বিএম স্কুল মাঠে বৈশাখী মেলারও আয়োজন করা হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানেও মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায়ীগণ এ উপলক্ষে নতুন বছরের হিসেবের খাতা খোলেন। তবে বরিশাল মহানগরীর চকবাজার, বাজার রোডসহ নগরীর পূর্ব প্রান্তের কোন ব্যবসায়ী এবার পহেলা বৈশাখ হালখাতা করতে পারেননি। নিয়ম অনুযায়ী ঐসব এলাকার দোকানপাট শুক্রবার সপ্তাহিক বন্ধ থাকে। এবার পহেলা বৈশাখ শুক্রবার হওয়ায় ঐসব এলাকার ব্যবসায়ীগণ বিশেষ বিবেচনায় শুক্রবার তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে হালখাতা খুলতে জেলা প্রশাসনের কাছে অনুমতি চাইলেও তা খারিজ করা হয়েছে। ফলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীগণের সাথে ঐসব এলাকার ব্যবসায়ীগণও বাংলা নববর্ষ পালন করেন একদিন পরে গতকাল শনিবার। গতকালই তারা নতুন বছরের হিসেবের খাতা খোলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন