শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কঙ্গনা রানৌত ‘ফ্যাশন টু’তে?

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মাধুর ভান্ডারকার তার নন্দিত চলচ্চিত্র ‘ফ্যাশন’-এর সিকুয়েল নির্মাণ করবেন আর স্বাভাবিকভাবেই দর্শকরা এতে পুরনো কাস্টদের ফিরে দেখতে চাইবে। গুজব রটেছে ২০০৮ সালের ফিল্মটির দ্বিতীয় পর্বে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয়ের জন্য নির্মাতা কঙ্গনা রানৌতের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু কঙ্গনা তা অস্বীকার করেছেন।
কঙ্গনা বলেছেন : “এমন কিছু ঘটেনি। অনেক গুজব ভেসে বেড়াচ্ছে। মাধুর স্যার সর্বশেষ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তার হাউস ওয়ার্মিং পার্টির জন্য। আমাদের আলাপ শুধু তাই নিয়ে হয়েছিল আর কিছু নিয়ে নয়।”
উল্লেখ্য ‘ফ্যাশন’ চলচ্চিত্রটির জন্যই কঙ্গনা তার প্রথম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি জয় করেছিলেন। এরপর তিনি একে একে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘তানু ওয়েডস মানু’ এবং সবশেষে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও প্রশংসিত ‘কুইন’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন।
তার সর্বশেষ চলচ্চিত্র বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ মুক্তির আগে ব্যাপকভাবে আলোচিত হলেও শেষ পর্যন্ত বাণিজ্যিক সাফল্য পায়নি।
৩১ বছর বয়সী অভিনেত্রীটি বলেন পিরিয়ড ড্রামাটি বেশি দর্শক দেখেনি বলে তার পারফরমেন্স দর্শকদের চোখের আড়ালেই রয়ে গেছে।
কঙ্গনা রানৌত বর্তমানে কৃষ পরিচালিত ‘মণিকর্ণিকা’ চলচ্চিত্রে রানি ল²ীবাইয়ের ভ‚মিকায় অভিনয় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন