শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের আরডিএস কেন্দ্রপ্রধানদের প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) কেন্দ্রপ্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি গত ২৩ এপ্রিল রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. ফয়জুল কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনা উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষক (পশুপালন) মো. আবু সায়েম। কেন্দ্রপ্রধানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মোছা. বিলকিস বাবর, লাইলী বেগম, শাকিলা বেগম, চম্পা রাণী ও শোভা রাণী প্রমুখ। ব্যাংকের নির্বাহীবৃন্দ ও রাজশাহী জোনের অন্তর্গত ১৯টি শাখার নির্বাচিত ৪ শতাধিক আরডিএস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন