শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিল্পী পিনু সাত্তারের একক সংগীত সন্ধ্যা আজ

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় জাদুঘর গত ২৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কবি সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র সংগীতশিল্পী পিনু সাত্তারের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। ছোটবেলা থেকে গ্রামের বাউল- বোস্টমদের গান শুনে বেড়ে ওঠা পিনু’র জন্ম লালন শাহ-এর দেশ কুষ্টিয়া। সেখানকারই শিল্পকলা একাডেমিতে প্রথম প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার সঙ্গে পিনুর পরিচয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পিনু যোগ দেয় ছায়ানটে। পিনুর নিজের কথায় ‘রবিঠাকুরের গান আমায় দিয়েছে দ্বিতীয় জন্ম’ আর ছায়ানট আমার সেই জন্মকে দিয়েছে পূর্ণতা।’ বিলেত যাত্রার আগ পর্যন্ত পিনু ছায়ানটের সাথে মিশেছিলেন ওতপ্রোতভাবে। প্রবাসেও পিনুর গান থেমে থাকেনি কখনোই। দেশে থাকাকালীন সময়ে যেমন পিনু গান শুনিয়ে মুগ্ধ করেছেন বিভিন্ন জেলার শ্রোতাকে তেমনি কলকাতা, শান্তিনিকেতন, আগরতলার মতো বিভিন্ন যায়গাতেও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। বিলেতের লন্ডন শহর ছাড়াও পিনু আমন্ত্রিত শিল্পী হিসেবে প্রশংসা লাভ করেছেন অক্সফোর্ড, লীডস, এবং নটিংহ্যমএও। ইংল্যান্ড ছাড়াও পিনুর গান শুনে মুগ্ধ হয়েছে জার্মানির কোলন, অ্যামেরিকার নিউইয়র্ক ও অ্যারিজোনার বাঙালিরা। বর্তমানে সাস্কাচুয়ান-এর রিজাইনা শহরে সপরিবারে বসবাস করছেন পিনু। এরই মধ্যে তিনি ভাঙ্কুভারে টেগোর সোসাইটির আমন্ত্রণে একক সঙ্গীত সন্ধ্যায় মন্ত্রমুগ্ধ করেছেন অগণিত শ্রোতাকে। স¤প্রতি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে, টরেন্টো, মন্টিয়াল ও সাস্কাটুনেও হয়ে গেছে তাঁর আরো কিছু সঙ্গীতানুষ্ঠান। রবীন্দ্রনাথের গানেই পিনুর প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও, বাংলা সঙ্গীতের বাকি চার কবির গানেও পিনুর সমান পদচারণা। শুধু পঞ্চ কবির গানেই পিনু থেমে যাননি, তাঁর ‘কেবল গাইতে চাওয়া’ মন সমান আবেগ ও দক্ষতায় ধারণ করেছে কীর্তনসহ বাংলা লোকগীতির বিভিন্ন ধারা এবং স্বর্ণযুগের বাংলা গানকেও। সমকালীন বাংলা গানের প্রতিও তাঁর রয়েছে সমান আগ্রহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন