বিনোদন ডেস্ক : শাহ আলম মন্ডল পরিচালিত আপন মানুষ সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন পরীমনি, বাপ্পী, শ্রাবন শাহ, এমিয়া অ্যামী, প্রবীর মিত্র, মিজু আহমেদ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, রেহেনা জলি, রেবেকা, ডিজে সোহেল, চিকন আলী প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন, কনক চাপা, মনির খান, ন্যান্সি, রুপম, ইমরান, রমা ও কোনাল। গান লিখেছেন কবির বকুল ও মুন্সী ওয়াদুদ। পরিচালক বলেন, সবাই পরিবার, পরিজন, এবং আপন মানুষকে সাথে নিয়ে আপন মানুষ সিনেমাটি উপভোগ করতে পারবেন। কারণ, সিনেমার গল্পটি সবার জন্য বিনোদন রয়েছে। পারিবারিক, সামাজিক, প্রেম জীবন ঘনিষ্ঠভাবে তুলে ধরেছি। আশা করছি সবাই আনন্দিত হবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন