বিনোদন ডেস্ক: এস এ টিভিতে শুরু হয়েছে প্রতিদিনের মেগা ধারাবাহিক তুমি আছে তাই। এটি রচনা ও পরিচালনা করেছেন সন্দিপ চৌধুরী। অভিনয়ে আশিক চৌধুরী, শর্মিলী আহমেদ, মাহমুদ সাজ্জাদ, সাবেরী আলম মোতাহের, ইলোরা গহর, মনিরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, আনোয়ার হোসেন আনু, মাশিয়াত রহমান করিম, বিথী রানি সরকার প্রমুখ। আজকের পুরুষ শাষিত সমাজে নারীদের অবস্থানটা কোথায় তা আমরা সকলে ভালো করে জানি। সংসার সুখের হয় রমণীর গুণে, এর আড়ালে যে তাদের জীবনের চাওয়া পাওয়াগুলোকে গলা টিপে মেরে ফেলা হয় তার খোঁজ কজন রাখে? নারী কখন মা হয়, কখন বোন হয় আবার কখন স্ত্রী হয়ে যে আত্মত্যাগ করে থাকে, তা আমরা সহজে ভুলে যাই। ওরা মেয়ে, ওদের তো এটা করতেই হবে- এই যুক্তি দেওয়া হয়, আর সকলে তা মেনেও নেয়। কিন্তু তাদেরও কিছু স্বপ্ন থাকে, আশা থাকে, জীবন থেকে কিছু পাওয়ার আকাক্সক্ষা থাকে। সেটা সত্যি হয় কজনের জীবনে? এমন প্রশ্ন নিয়ে ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে। এটি প্রচার প্রচার হচ্ছে রবি থেকে বৃহস্পতিবার রাত ৮.০৫ মিনিটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন