সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউডের বাইরে শান্তির খোঁজ পেয়েছেন লিনজি লোহান

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী লিনজি লোহান দীর্ঘদিন ধরে হলিউড ছেড়ে এদেশে ওদেশে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন হলিউডকে তিনি মিস করেন তবে চলচ্চিত্র জগতটি ছাড়ার পর তিনি শান্তির সন্ধান পেয়েছেন।
হলিউডে থাকাকালীন ৩০ বছর বয়সী অভিনেত্রীটি বেশ কয়েকবার আইনি সমস্যায় পড়েছিলেন। এর পরের কয়েকটি বছর তিনি হলিউড ছেড়েই কাটিয়েছেন। এখন তিনি সিরিয়ার শরণার্থীদের কল্যাণে কাজ করছেন। তিনি জানান তার অগ্রাধিকারের বিষয় এখন বদলে গেছে। “হ্যাঁ, অবশ্যই আমি হলিউডকে মিস করি। তবে আমার মনে হয় সেখানে অনেক ঝামেলা মোকাবেলা করতে হয়। এখন শিশুদের জন্য আর সেসব মানুষদের জন্য কাজ করে এক ধরনের শান্তি পাচ্ছি যাদের ব্যাপারে আমি আসলেই আগ্রহী,” লোহান বলেন। “আমি মনে করি এর সব বিষয় উপভোগ করছি এটা গুরুত্বপূর্ণ, তবে এর জন্য সময় বের করে নিতে হবে,” ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’ (১৯৯৮) এবং ‘মিন গার্লস’ (২০০৪) তারকাটি বলেন।  
এই বছরের প্রথমে লিনজি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আগত শরণার্থীদের পক্ষে সচেতনতা সৃষ্টির জন্য তুরস্ক ভ্রমণ করেন। গত বছরের সেপ্টেম্বরেও তিনি তুরস্কে শরণার্থীদের সঙ্গে সময় কাটান।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন