শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তানোরের শিব নদীর পাড়ে বিনোদন পিয়াসী মানুষের ঢল

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন প্রেমি মানুষের উপচে পড়া ঢল নেমেছে। রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন প্রেমিদের কাছে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিনোদর প্রেমি হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম ও নৈসর্গিক দৃশ্য যে কোনো বিনোদন প্রেমি মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল মাতাস ও বাধের নয়নাভিরম নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামেছ। সেতুর দু’পার্শ্বের সংযোগ সড়কে বসার স্থান ও স্ট্রিষ্ট লাইট দেয়া হলে এই বিনোদন কেন্দ্রটি অনেকটা পূর্ণতা পাবে। জানা গেছে, তানোরে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিিিচতি লাভ করবে। তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন